স্ত্রী রেখে একি করলেন সাকিব!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬, ৮:১৮ অপরাহ্ণবিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলার মাঠে তার পারফরমেন্স যেমন ভালো, বিছানাতেও তার চেয়ে কোনো অংশে কম নয়। এর আগেও বেশ কয়েকবার সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হয়েছিলো। অনেকেই বলেছিলো, তারা বিভিন্ন আবাসিক হোসেটে সাকিবকে যেতে দেখেছেন। এবার তা প্রমাণ হবার কিছু বাকি নেই।
জীবনে কতজনের উইকেটের রারোটা বাজিয়েছেন। হয়েছেন বিশ্ব সেরা । নিজের জীবনের উইকেটটি কোন রমণীর হাতে পতন ঘটাবেন, এমনটি করে করেও আজো রয়ে গেল অধরা! কিন্তু একি ! সবার চক্ষু চড়ক গাছ ! মিথিলা নামক এক তরুণীর বাহু বন্ধনে সাকিব কুপোকাত। দুজনেই হাস্যোজ্জল। এমনটি দেখা গেল ফেসবুকে। দুনিয়ার যত কাম/আকামের সাক্ষী যেন ফেসবুক!
দেখেনিন সাকিব ও মিথিলার অন্তরঙ্গের মুহূর্তের কিছু ছবি…
সূত্র:প্রথমবার্তা.কম . . . . . . . . .