মেসি-নেইমারদের রুখে দিল এস্পানিয়ল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬, ১০:৪৯ পূর্বাহ্ণবার্সেলোনার লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজ ছিল। অন্যদিকে এস্পানিয়লের ছিল ৩০হাজার উত্তেজিত সমর্থক। শেষ পর্যন্ত জয়ের সমান ড্রই করল ৩০হাজার দর্শকের সমর্থন পাওয়া এস্পানিয়ল। এর ফলে ড্র দিয়েই নতুন বছর শুরু করল লুইস এনরিকের দল।
অথচ নতুন বছরের প্রথম ম্যাচ নিয়ে অন্যরকম প্রত্যাশা ছিল কাতালানদের। কিন্তু তা আর হলো না। তবে ম্যাচের প্রথমার্ধে ফ্রি-কিকের দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি দলের প্রাণভোমরা লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের বেশ কিছু প্রচেষ্টাও রুখে দেন এস্পানিয়লের গোলরক্ষক।
এই মৌসুমে এটাই প্রথম ম্যাচে যেটিতে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি লুইস এনরিকের শিষ্যরা।এস্পানিয়লের বিপক্ষে ড্র করেও ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান বার্সেলোনা।তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তিনে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহে ৩৬ পয়েন্ট।
সূত্র : ডেইলি মেইল ও ইএসপিএন
. . . . . . . . .