বিপিএলের তৃতীয় আসরের পর্দা নামছে মঙ্গলবার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ৫:০৭ অপরাহ্ণগত ২২ নভেম্বর চার-ছক্কা ও ভালো বোলিংয়ের মধ্যে দিয়ে জমজমাট ভাবে শুরু হয়েছিল বিপিএলের তৃতীয় আসর। প্রথম ও দ্বিতীয় পর্বের পর শেষ পর্বের মধ্যে দিয়ে বিপিএলের তৃতীয় আসরের পর্দা নামবে আগামীকাল মঙ্গলবার।
গ্রুপ পর্বের ৩০ ম্যাচ ও দুটি কোয়ালিফাইয়ার ও একটি এলিমিনেটর ম্যাচের পর এখন অপেক্ষা ফাইনালের। আগামীকাল মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে।
. . . . . . . . .