গোল ডটকমের সর্বকালের সেরা মেসি

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৫, ১০:৫৩ পূর্বাহ্ণকিছুদিন আগেই ক্যারিয়ারের চতুর্থবারের মতো গোল ডটকমের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেন আর্জেন্টিনার বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। এক সপ্তাহ পর দিয়েগো ম্যারাডোনা ও পেলের মতো কিংবদন্তী তারকার পেছনে ফেলে গোল ডটকমের সর্বকালের সেরা তারকা নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
অন্য সব প্রতিদ্বন্দ্বিকে যোজন-যোজন ব্যবধানে পেছনে ফেলে মেসি গোল ডটকমের সর্বকালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। মোট ১ লাখ ৩ হাজার ৬১১ ভোটারের মধ্যে প্রায় ৫২ শতাংশ মেসিকে সর্বকালের সেরা হিসেবে ভোট দেন। মেসির প্রবল প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ১১ শতাংশ ভোট পান।
১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে একক নৈপূণ্যে বিশ্বকাপ জেতানো দিয়েগো ম্যারাডোনা তৃতীয় সর্বোচ্চ ভোট পান। ফুটবল-ঈশ্বর পান ৮ শতাংশ ভোট।
ফুটবল কিংবদন্তী, ব্রাজিলের তিনবারের বিশ্বকাপজয়ী সদস্য কালো মানিক পেলে ৭ শতাংশ ভোট পেয়ে চতুর্থ এবং ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী নায়ক জিনেদিন জিদান ৬ শতাংশ ভোট পেয়ে পঞ্চম নির্বাচিত হন।
এছাড়া ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ক ৪ শতাংশ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কিংবদন্তী তারকা জর্জ বেস্ট ২ শতাংশ, ইতালির সাবেক কিংবদন্তী তারকা রবার্তো ব্যাগিও ২ শতাংশ, রিয়াল মাদ্রিদের সাবেক গোলমেশিন ডি স্টেফানো ১ শতাংশ এবং জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফ্রেঞ্চ বেকেনবাওয়ার ১ শতাং ভোট পেয়ে শীর্ষ দশে জায়গা করে নেন।
. . . . . . . . .