এবার জিদান পুত্রের ঢুঁস

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৫, ৯:৩৭ পূর্বাহ্ণ২০০৬ জার্মানি বিশ্বকাপ বিখ্যাত হয়ে আছে জিনেদিন জিদানের সেই ঢুঁসের কারণে। ফাইনালে মা-বোন তুলে গালি দেয়ায় মেজাজ ঠিক রাখতে পারেননি। আর তাই বুকে ঢুস মেরে জিদান ফেলে দিয়েছিলেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতারাজ্জিকে। ফলে লাল কার্ড দেখতে হয়েছিল ফরাসি তারকা ফুটবলারকে। টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স, চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। মনে হয় এইতো সে দিনের কথা।
তাও এরই মধ্যে কেটে গেছে নয়টি বছর। জিদানের ঢুস নিয়ে হয়েছে বিস্তর আলোচনা-সমালোচনা। নির্মিত হয়েছে সেই ঢুঁসের প্রতিকৃতিও। সম্প্রতি সেই দৃশ্য আবার মনে করিয়ে দিল এক উঠতি ফুটবলার। নাম তার লুকা জিদান। হ্যাঁ, এই ফুটবলার জিদানেরই পুত্র। তিনিও সম্প্রতি ঢুঁস মেরে দেখেছেন লাল কার্ড।
রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলে থাকেন জিদান পুত্র লুকা জিদান। এমন কাণ্ড ঘটেছে অনূর্ধ্ব ১৭ অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে। ম্যাচের মাঝ পথে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের এক ফুটবলারের মাথায় ঢুস দেন তিনি। ফলে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
সব মিলিয়ে দিনটি বাজে গেছে লুকা জিদানের। সাইড বেঞ্চে বসে দেখেছেন অ্যাটলেটিকোর কাছে রিয়াল মাদ্রিদের ৪-২ গোলের হার।
. . . . . . . . .