পিরেল্লির ক্যালেন্ডারে নগ্ন সেরেনা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৫, ৯:২৯ পূর্বাহ্ণঅর্ধশতকেরও বেশি সময় ধরে ইতালীয় টায়ার প্রস্তুতকারী কোম্পানি ‘পিরেল্লি’র ক্যালেন্ডার অনন্য। এর প্রতিটি ক্যালেন্ডারেই থাকে সৃষ্টিশীলতার ছাপ। একইসঙ্গে থাকে উদ্দাম যৌনতা। পিরেল্লির ক্যালেন্ডারের ২০১৬ এর সংস্করণেও থাকছে নগ্নতা। পিরেল্লি অবশ্য বলছে, এই নগ্নতার সঙ্গে যৌনতার সম্পর্ক নেই।
ক্যালেন্ডারের ছবিগুলোয় শুধু রয়েছে শক্তিসাধনা। নারীর পেশিশক্তি প্রকাশ পেয়েছে মার্কিন অভিনেত্রী অ্যামি সুমার ও টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের হাত ধরে।
ক্যালেন্ডারে কাপ হাতে নগ্ন অ্যামিকে ব্যবহার করা হয়েছে একেবারে অন্য রকম ভাবে। একেবারে আলাদা। আবেদনময়ী দৃষ্টি। একইভাবে সেরেনার টপলেস পেশিবহুল শরীর তুলে ধরা হয়েছে শক্তিসাধনার রূপ হিসেবে।
ফটোগ্রাফার অ্যানি লেইভোবিত্জ তুলেছেন ক্যালেন্ডারের সব ছবি। তিনি বলেন, ‘পিরেল্লির অর্ডার ছিল, নারী শরীর এমন ভাবে ফুটিয়ে তুলতে হবে, যাতে নগ্নতা প্রকট থাকলেও যৌনতা প্রকট না হয়। সাদা-কালো ছবি হবে। যতটা সম্ভব সহজ। চেষ্টা করেছি সেভাবেই ছবিগুলো তুলে ধরার।’
ক্যালেন্ডারটি এরইমধ্যে সাড়া ফেলেছে গোটা বিশ্বে। সেরেনা, অ্যামি ছাড়াও ক্যালেন্ডারে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে, পপস্টার প্যাটি স্মিথ, জাপানি গায়িকা ইয়োকো ওনো, ইরানের ভিস্যুয়াল আর্টিস্ট শিরিন নেসাতকে। সূত্র: সিএনএন ও গার্ডিয়ান
. . . . . . . . .