আজ ভাগ্য বদলাবে সিলেটের?

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৫, ১২:০১ অপরাহ্ণবাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের দুর্ভাগা দল সিলেট সুপার স্টারস। শুরুটা দারুণ করেও মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে মুশফিকুর রহিমের দল। ফলাফল, নিজেদের প্রথম তিন ম্যাচেই হেরে তলানিতে রয়েছে তারা। ফলে শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে জয়ের জন্য মরিয়া মুশফিক-শিবির।
ঢাকা ডাইনামাইটস ও সিলেট সুপার স্টারসের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও নিও প্রাইম।
আগের দিন বৃহস্পতিবার মোহাম্মদ শহীদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে রংপুর রাইডার্সকে মাত্র ১০৯ রানে গুটিয়ে দেয় সিলেট সুপার স্টারস। দিনের প্রথম ম্যাচগুলো হাই স্কোরিং হওয়ায় সবাই তখন সিলেটের জয় সময়ের ব্যাপার ভেবেছিল। কিন্তু দলটি যে দুর্ভাগা! সাকিব আল হাসান, আবু জায়েদ ও আরাফাত সানির বোলিং তোপে পড়ে ১৯.২ ওভারে ১০৩ রানে গুটিয়ে গিয়ে ৬ রানের পরাজয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মুশফিকদের।
এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচের হতাশা তো আরো বেশি পুরায় সিলেট সুপার স্টারসকে। নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম ভাইকিংসের কাছে ১ রানে হেরে যায় মুশফিকের দল। দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়ে জয়ের স্বপ্ন বুনা শুরু করেন সিলেট।
কিন্তু না; পারলেন না মুশফিকরা। আল আমিন হোসেনের বোলিং তোপে পড়ে ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে সিলেট। ফলাফল, এবারও ১ রানের হার। কোনো স্বীকৃত টুর্নামেন্টে এর আগে কোনো দল টানা দুই ম্যাচে ১ রানে হেরেছে কি না সেটি পরিসংখ্যান ঘেঁটে দেখা দরকার।
টানা দুই ম্যাচে ১ রানে হার, তৃতীয় ম্যাচে ৬ রানের ব্যবধানে পরাজয়। সিলেট সুপার স্টারসকে দুর্ভাগা দল বলবেন না তো কি! শুক্রবার কী ঘুরে দাঁড়াতে পারবেন মুশফিকরা?
সিলেটের তুলনায় ভালো অবস্থানে রয়েছে নাসির হোসেনের ঢাকা ডাইনামাইটস। নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে রংপুরের কাছে হেরে গেলেও বৃহস্পতিবার চিটাগাং ভাইকিংসে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ছন্দে ফিরে আগের দুই আসরের চ্যাম্পিয়নরা।
সিলেট সুপার স্টারস (সম্ভাব্য): দিলশান মুনারাবিরা, জশুয়া কব, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল ইসলাম, রবি বোপারা, নাসুম আহমেদ, নাজমুল হোসাইন মিলন, নুরুল হাসান, মোহাম্মদ শহীদ ও অজন্তা মেন্ডিস।
ঢাকা ডাইনামাইটস (সম্ভাব্য): সৈকত আলি, সাদমান ইসলাম, নাসির জামশেদ, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, আবুল হাসান, ম্যালকম ওয়ালার, ফরহাদ রেজা, মোশারফ হোসেন রুবেল, মুস্তাফিজুর রহমান ও ইয়াসির শাহ।
. . . . . . . . .