হেরেই চলেছে সিলেট সুপারস্টারস

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৫, ৬:১১ অপরাহ্ণদলের নামের সঙ্গে সুপারস্টারস, কিন্তু সুপারস্টারস নামের ক্রিকেটাররা রীতিমত সুপারফ্লপ। ফলে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) তৃতীয় আসরের প্রথম তিন ম্যাচ খেলে সবকটি ম্যাচই হেরেছে সিলেট সুপারস্টারস।
আগের দুই হারের ব্যবধান ১ রানের করে হলেও এবারের ব্যবধান ৬ রানে।
চার ম্যাচে তৃতীয় জয় পেয়েছে সাকিবের রংপুর। আরও একবার ব্যাটে-বলে রংপুর রাইডার্সের জয়ের নায়ক সাকিব আল হাসান।
১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ রানে অল আউট হয়ে যায় মুশফিকুর রহিমের দল।
মন্থর উইকেটে শুরুর একটু পর থেকেই ভুগতে হয়েছে রংপুরের ব্যাটসম্যানদের। অধিনায়ক সাকিব দীর্ঘক্ষণ এক প্রান্ত আগলেছেন। তৃতীয় ওভারে উইকেটে গিয়ে আউট হয়েছেন শেষ ওভারে। তবে গতি পাননি নিজে, পায়নি দলও। শেষ পর্যন্ত ৩৩ করেছেন ৩৭ বলে।
রংপুরের দুই ওপেনার লেন্ডল সিমন্স ও সৌম্য সরকার প্রথম ২ ওভারে তুলেছিলেন ১৭ রান। বাজে শটে সৌম্যের বিদায়ে রংপুরের পথ হারানো শুরু। বিপিএলে টানা চতুর্থ ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ সৌম্য। মোহাম্মদ শহীদকে থার্ডম্যানে গ্লাইড করতে গিয়ে কটবিহাইন্ড হয়েছেন ৭ রানে।
আগের দুই ম্যাচে রান পাওয়া মিঠুন (৪) এবার আউট হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের প্রথম ওভারে। ভালো শুরু করেও রান আউট হয়েছেন জহুরুল ইসলাম (৮), যেটায় আসলে উইকেটে সঙ্গী সাকিবের দায়টাই বেশি।
স্বদেশী অজন্তা মেন্ডিসকে টানা দু বলে বিশাল ছক্কা মেরেছেন থিসারা পেরেরা। তবে ডানা মেলতে পারেননি তিনিও (২০ বলে ২১)।
চতুর্থ মাচে এসে এবারের বিপিএলে প্রথম ছক্কা মেরেছেন সাকিব, মিড উইকেট দিয়ে উড়িয়েছেন নাসুমকে। তবে বাকি পুরো সময় লড়েছেন টাইমিং খুঁজে পেতে। শেষ পর্যন্ত আউট হয়েছেন শেষ ওভারে শহীদকে উড়িয়ে মারতে গিয়ে।
শহীদের ইনিংসের ২০তম ওভারে নিয়েছেন ডাবল উইকেট মেডেন, শেষ বলে একটি রান হয়েছে শুধু লেগ বাই থেকে।
৪ ওভারে বোপারার ৮ রান বিপিএলে দ্বিতীয় সেরা মিতব্যয়ী বোলিং। পুরো ৪ ওভার বোলিং করে এর চেয়ে কম রান দিয়েছেন কেবল জ্যাকম ওরাম। গত বিপিএলে চিটাগংয়ের হয়ে ঢাকার বিপক্ষে নিউ জিল্যান্ডের এই বোলার ৪ ওভারে দিয়েছিলেন ৭ রান।
. . . . . . . . .