মেসি-সুয়ারেজে বার্সার গোলবন্যা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণলিওনেল মেসি ও লুইস সুয়ারেজের অসাধারণ পারফরম্যান্সের ওপর ভর করে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠে ইতালিয়ান ক্লাবকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা।
বার্সেলোনার বড় জয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। জেরার্ড পিকে ও আদ্রিয়ানো কোরেয়া একটি করে গোল করেন।
মঙ্গলবার ঘরের মাঠ ন্যু-ক্যাম্পে খেলার ১৫তমমি মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। মাঝমাঠে ছোট ছোট পাস খেলেন বার্সা খেলোয়াড়রা। এরমধ্যে রোমা কিছু বুঝে উঠার আগেই নেইমার লম্বা পাস বাড়ান প্রতিপক্ষের ডি-বক্সের ভেতরে। বল পান দানি আলভেজ। আলভেজ বল বাড়ান অরক্ষিত সুয়ারেজকে। দারুণ ফিনিশিংয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন উরুগুয়ে স্ট্রাইকার।
দ্বিতীয় গোলের জন্য মাত্র তিন মিনিট অপেক্ষা করতে হয় বার্সাকে। মাঝমাঝে নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে সুযোগ বুঝে আক্রমণে যায় বার্সেলোনা। সুয়ারেজ সামান্য উঁচু করে বল বাড়ান মেসির উদ্দেশ্যে। পেনাল্টি বক্সের ভেতরে বলের নিয়ন্ত্রনে নিয়ে ঠাণ্ডা মাথার আলতো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে কাতালানদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টিনা অধিনায়ক।
প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে ফের সুয়ারেজের গোল। ডান প্রান্ত থেকে লিওনেল মেসির উুঁচ করে বাড়ানো সতীর্থের সতীর্থ থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে রোমা গোলরক্ষককে পরাস্ত করেন লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার। ফলে ৩-০ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় কাতালান শিবির।
বিরতির পরও গোলের ক্ষুধা কমেনি বার্সেলোনার। ৫৬তম মিনিটে কর্নার কিক না নিয়ে মেসি ও সুয়ারেজ নেইমারের সঙ্গে বল দেয়া-নেয়া করেন। সুযোগ বুঝে পেনাল্টি বক্সের ভেতরে অরক্ষিত অবস্থায় থাকা জেরার্ড পিকেকে বড় বাড়ান মেসি। দারুণ ফিনিশিংয়ে গোল করতে ভুল করেননি এই স্প্যানিশ ডিফেন্ডার।
৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোলটি করেন মেসি। নেইমার ও সুয়ারেজের সৌজন্য পেনাল্টি বক্সের ভেতরে বল পেয়ে যান মেসি। মেসির নেয়া দুর্বল শট প্রথমে রুখে দেখ রোমা গোলরক্ষকক। তবে ফিরতে শটে ঠিকই জাল খুঁজে নেন আর্জেন্টাইন অধিনায়ক।
৭৭তম মিনিটে নেইমার গোল করার দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ডি বক্সের ভেতরে রোমার এক খেলোয়াড়কে ব্রাজিল অধিনায়ককে বাজে ট্যাকল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। নিজে কিক না নিয়ে মেসি বল তুলে দেন নেইমারের হাতে। তবে নেইমারের দুর্বল শট রুখে দেন রোমা গোলরক্ষক। তবে ফিরতে বলে বুলেটগতির এই শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে স্কোরলাইন ৬-০ করেন আরেক ব্রাজিলিয়ান তারকা আদ্রিয়ানো।
ইনজুরি সময়ের শেষ মুহূর্তে সান্ত্বনাসূচক গোলের দেখা যায় এএস রোমা। ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেডে বার্সা গোলরক্ষক মার্ক টার স্টেগানকে পরাস্ত করেন এডেন জেকো।
গ্রুপ ‘ই’ এর দিনের অপর ম্যাচে ড্র করেছে বায়ার লেভারকুসেন ও বাতে বরিসভ।
এই জয়ের ফলে ৫ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। আর ৫ পয়েন্ট নিয়ে রোমা রয়েছে দ্বিতীয় স্থানে। বায়ার লেভারকুসেন সমান পাঁচ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে। আর তলানিতে থাকা বাতে বরিসভের পয়েন্ট ৫।
. . . . . . . . .