উপর থেকে যা বলা হবে তাই করতে হবে : মুশফিক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৫, ৬:০৫ অপরাহ্ণবিপিএলের দ্বিতীয় দিনেই বিতর্কের জন্ম দিয়েছে সিলেট সুপারস্টারস। অনাপত্তিপত্র ছাড়াই খেলোয়াড়দের মাঠে নামিয়ে দিতে চেয়েছিল দলটি। কিন্তু বিসিবির টেকনিক্যাল কমিটির বাঁধায় তা করতে পারেনি তারা। টসের পর দুই বিদেশি জসুয়া কব ও রবি বোপারার অনাপত্তিপত্র পেলেও তাদের আর মাঠে নামাতে পারেনি সিলেটের দলটি। বিপক্ষ দলের অধিনায়ক তামিম ইকবালের অনুমতি না নিয়ে প্রথমে তাদের মাঠে নামিয়েছিল সিলেট সুপারস্টারস। পরক্ষণেই তামিম ‘বেঁকে’ বসলে ওই দুই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামে দলটি।
ম্যাচ দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচ শুরু হয় বিকেল ৩টা ৮ মিনিটে। কি কারণে কিংবা কার অনুমতি নিয়ে টসের পর খেলোয়াড় পরিবর্তন করলো সিলেট সুপারস্টারস সে বিষয়ে দলটির অধিনায়ক মুশফিকুর রহিমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,‘এই সম্পর্কিত প্রশ্নে আমি ভালো উত্তর দিতে পারবো না। বিসিবি কিংবা বিপিএল গভর্নিং কাউন্সিল ভালো বলতে পারবে। আমরা এখানে খেলতে এসেছি আমাদের ‘উপর’ থেকে যেটা বলা হবে সেটাই করতে হবে।’
টস বিলম্ব হওয়ার কারণ প্রসঙ্গে মুশফিক বলেন,‘টস বিলম্বের কারণ আপনারা ম্যাচ রেফারির কাছে জিজ্ঞেস করলেই বলতে পারবেন। আমার কাজ ছিল টস করা আমি সেটাই করেছি। আমাকে বলেছে ১০ মিনিট পর, আমি দশ মিনিট পর করেছি।’
. . . . . . . . .