রিয়ালকে তিনে নামিয়ে দিল অ্যাটলেটিকো

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৫, ১০:৩৭ পূর্বাহ্ণটানা দুই ম্যাচে হেরে পুরোপুরি বিপর্যস্ত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা লড়াই থেকেও তারা পিছিয়ে গেছে মোট ৬ পয়েন্ট। পিছিয়ে থাকলেও তালিকায় দ্বিতীয় স্থানেই ছিল তারা। এবার সেখান থেকেও রিয়ালকে বিদায় করে দিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠে এলো অ্যাটলেটিকো মাদ্রিদ।
এল ক্ল্যাসিকো হারের পরই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল, পরেরদিনই পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে যাবে রিয়াল; যদি না রিয়াল বেটিসকে হারিয়ে দেয় অ্যাটলেটিকো। শেষ পর্যন্ত সেটাই করলো দিয়েগো সিমিওনের শিষ্যরা।
এস্টাডিও ম্যানুয়েল পেরেজ ডি লোপেরায় গিয়ে স্বাগতিক রিয়াল বেটিসকে হারিয়ে এলো অ্যাটলেটিকো। ম্যাচের সপ্তম মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন কোকে। তবে, এই এক গোলছাড়াও বেশি কিছু গোলের সুযোগ নষ্ট করেন অ্যাটলেটিকো স্ট্রাইকাররা।
১২ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট এখন ২৬, আর রিয়াল মাদ্রিদের পয়েন্ট ২৪।
. . . . . . . . .