সিলেট চেম্বার নেতৃবৃন্দ ও ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের মতবিনিময়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫, ১০:২৯ অপরাহ্ণদি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাথে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের মতবিনিময় রবিবার সন্ধ্যা ৬টায় জেলা রোডস্থ চেম্বার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
চেম্বার সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরী মাকুম, পরিচালক মোঃ লায়েছ উদ্দিন, এনামুল কুদ্দুস চৌধুরী ও মোঃ ওয়াহিদুজ্জামান ভুট্টো, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহবায়ক কিবরিয়া হোসেন নিঝুম, যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, চন্দন দে, সদস্য সচিব মোঃ এহছানুল হক তাহের, যুগ্ম সদস্য সচিব পরিতোষ দে পলাশ, এ.কে. কামাল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ জাকারিয়া ইমরুল, যুগ্ম সাংগঠনিক সচিব এম.এ সালেহ চৌধুরী, মাহবুবু উদ্দিন খান লিটন, অর্থ সচিব মোঃ হাবিবুর রহমান, যুগ্ম অর্থ সচিব মোঃ রূপন খান, প্রচার সচিব মোঃ শিপন খান, যুগ্ম প্রচার সচিব এ.এইচ আজাদ, জাহেদুল ইসলাম জাফর, ব্যবসায়ীদের মধ্য থেকে মোঃ আব্দুল হাসিব, মোঃ জিয়াউর রহমান, কবির আহমদ, আল আমিন প্রমুখ।
মতবিনিময় সভায় দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাথে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ সহযোগী সংগঠন হিসাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে। সভায় নগরীর অন্যতম সমস্যা ফুটপাত দখল মুক্ত করা ও বর্ধিত ট্রেড লাইসেন্স ফি’র নির্ধারিত বর্তমান ফি সর্বস্তরের ব্যবসায়ীদের মধ্যে প্রচারের জন্য বিশেষ আলোচনা করা হয়। পাশাপাশি ভ্যাট, ইনকাম ট্যাক্স সহ তৃণমূল ব্যবসায়ীদের সর্বক্ষেত্রে মূল্যায়ন করার লক্ষ্যকে সামনে রেখে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ প্রতিষ্ঠিত হয়েছে বলে পরিষদ নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কাছে অঙ্গীকার ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
. . . . . . . . .