অবশেষে ঢাকায় এলো অস্ট্রেলিয়া ফুটবল দল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০১৫, ৯:৫১ অপরাহ্ণরাশিয়া বিশ্বকাপ-২০১৮ এর বাছাইপর্বের ফিরতি ম্যাচ খেলতে সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ফুটবল দল।
আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে দলটি।
গত এক মাস ধরে বিস্তারিতভাবে গোয়েন্দা ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম চালানোর পর সংক্ষিপ্ত এক সফরে আসলো অস্ট্রেলিয়া ফুটবল দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, আগামীকাল ম্যাচ খেলে রাতেই ঢাকা ছাড়বে অতিথিরা।
এর আগে টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের কথা থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে সফরে আসনি তারা।
ফুটবল দলের সফর নিশ্চিত করার আগে অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা ঢাকা সফর করেন এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার সঙ্গে বৈঠক করেন।
. . . . . . . . .