বৃষ্টিতে একদিন পিছিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০১৫, ৯:৪০ পূর্বাহ্ণব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার রোমাঞ্চকর ও উত্তেজনাকর ম্যাচ দেখার জন্য গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন। তবে সেই রোমাঞ্চে হানা দিল বৃষ্টি। বুয়েন্স এইরেসে প্রবল বৃষ্টিপাতের কারণে ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি একদিন পিছিয়ে নেয়া হলো।
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের স্তাদিও মনুমেন্টালে বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টায় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রবল বৃষ্টিপাতের কারেণ মাঠে পানি জমে যাওয়ায় ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি।
এদিকে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের মধ্যকার পারস্পরিক আলোচনার ভিত্তিতে ম্যাচ একদিন পিছিয়ে নেয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই দলের মধ্যকার ম্যাচটি শনিবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় অনুষ্ঠিত হবে।
২০১৮ বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা খুবই ‘জঘন্য’ হয়েছে আর্জেন্টিনার। প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট অর্জন করে তারা। প্রথম ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোলের ‘লজ্জাজনক’ পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ে মেসিহীন আর্জেন্টিনা। খাদের কিনারায় থাকা সেই দলটি ব্রাজিল ম্যাচে মেসি-আগুয়েরো ও তেভেজকে ইনজুরির কারণে পাচ্ছে না।
অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের শুরুটা ভালো হয়নি ব্রাজিলেরও। প্রথম ম্যাচে চিলির কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে কষ্টার্জিত জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলকে ভরসা জোগাচ্ছে নেইমারের ফিরে আসা। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা ম্যাচেই ফিরছেন বার্সেলোনা সুপারস্টার।
তারওপর বার্সেলোনায় দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন তিনি। মেসির অনুপস্থিতিতে বার্সাকে টেনে নেয়ার দায়িত্বটা যেন একাই কাধে নিলেন ব্রাজিলিয়ান সেনসেশন। নিজের প্রত্যাবর্তনের জন্য এর চেয়ে আদর্শ ম্যাচ আর হতে পারে না নেইমারের জন্য। তবে সেই প্রত্যাবর্তনের জন্য তাকে অপেক্ষায় থাকতে হলো
. . . . . . . . .