আইপিএল বিতর্ক, ৪ ঘণ্টা ধরে শাহরুখকে জেরা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ৯:২৬ পূর্বাহ্ণটানা ৪ ঘণ্টা ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রশ্নবানের মুখোমুখি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
বুধবার দক্ষিণ মুম্বাইয়ে ইডির প্রধান দফতরে ফরেক্স লঙ্ঘন কেসে কিং খানকে তলব করা হয়।
কিভাবে এত কম দামে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) শেয়ার বাজারে বিক্রি করা হল, শাহরুখ খানকে মূলত এই প্রশ্নই করেছেন ইডি’রা।
শাহরুখ খান বলেন, ২০০৯ সালের আইপিএল’এ কেকেআর থেকে কোনও রকম মুনাফার কথা তিনি ভাবেননি। ফলে কোনোরকম অনিয়ম এখানে হয়নি। এতে পরবর্তীতে কেকেআরের শেয়ারের ভ্যালু বাড়তে থাকে।
. . . . . . . . .