বাংলাদেশের জয়ে ব্যতিক্রম রেকর্ড ১১-১১-১১-১১!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ৯:২৪ পূর্বাহ্ণখেলাধুলা ডেস্ক: ১২-১২-১২ তারিখের কথা শুনেছেন। ১১-১১-১১ তারিখের কথাও নিশ্চয়ই শুনেছেন। কিন্তু কখনো কী শুনেছেন ১১-১১-১১-১১ এর কথা? হয়তো বা শুনেছেন। হয়তো বা শোনেননি।
তবে অবাক করা হলেও সত্য, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে ম্যাচ জয়ে এমনই একটা সংখ্যার উদ্ভব হয়েছে। চলুন বিস্তারিত জানা যাক।
বুধবার ছিল ইংরেজি ১১তম মাসের (নভেম্বর) ১১ তারিখ। বাংলাদেশের হয়ে খেলেছেন ১১ জন ক্রিকেটার। আর জিম্বাবুয়েকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশ তাদের ক্রিকেট ইতিহাসে ১১তম হোয়াইটওয়াশ পূর্ণ করেছে। ১১তম মাস, ১১ তারিখ, ১১ জন খেলোয়াড় আর ১১তম হোয়াইটওয়াশ মিলিয়ে সৃষ্টি হয়েছে ব্যতিক্রম সংখ্যা ১১-১১-১১-১১।
. . . . . . . . .