জিম্বাবুয়ের লক্ষ্য ২৭৭ রান

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫, ৬:১৭ অপরাহ্ণ‘বাংলাওয়াশ’ করার ম্যাচে জিম্বাবুয়ের সামনে ২৭৭ রানের জয়ের লক্ষ্য দিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে তিন অর্ধশতকে বাংলাদেশ ৯ উইকেটে করে ২৭৬ রান।
স্বাগতিকদের পক্ষে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস ছাড়া মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ অর্ধশতকের দেখা পেয়েছেন।
দিবারাত্রির তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। তার প্রতি সন্মান রেখে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা এনে দেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
১৪৭ রানের এই জুটি ভাঙেন সিকান্দার রাজা। এগিয়ে মারতে গিয়ে তার বলে স্ট্যাম্পিং হন ইমরুল কায়েস। এর আগেই অবশ্য এই সিরিজে টানা দ্বিতীয় অর্ধশতক তুলে নেন তিনি। ৯৫ বলে ৭৩ রানের ইনিংসে ইমরুল কায়েস ৬টি চার ও ৪টি ছক্কা হাকিয়েছেন।
এরপর তারই পথ অনুসরণ করেন তামিম ইকবাল। গ্রায়েম ক্রেমারের বলে তিনিও স্ট্যাম্পিং হন, ব্যক্তিগত ৭৩ রানে, দলীয় রানও তখন ১৭৩। ৯৮ বলের ইনিংসে তামিম ৭টি চার ও একটি ছক্কা মেরেছেন।
অবশ্য এক্ষেত্রে তামিমের দুর্ভাগই বলতে হবে। বল ব্যাটে লেগে সামনে ড্রপ করে উইকেটের পেছনে চলে যায়। তামিম রান নিতে এগিয়ে গেলে স্ট্যাম্প ভেঙে দেন রেজিস চাকাভা।
এরপর দ্রুত রান তুলতে থাকা মুশফিকুর রহিমও স্ট্যাম্পিং হন, ম্যালকম ওয়ালারের বলে। তিনি ২৫ বলে তিন বাউন্ডারিতে করেন ২৮ রান।
১৯০ রানে তৃতীয় উইকেট হারানোর পর দলের হাল ধরেন লিটন কুমার দাস ও মাহমুদুল্লাহ রিয়াদ। ৩২ রানের এই জুটি ভাঙেন ক্রেমার। মাসাকাদজার (অতিরক্তি) তালুবন্দি হওয়ার আগে লিটন করেন ১৭ রান।
দলীয় ২২৬ রানেই ফিরে গেছেন সাব্বির রহমান ও নাসির হোসেন। এক ওভারে তাদের তুলে নেন লুক জঙ্গুয়ে। শেষ ৩৬ রান করতে বাংলাদেশ হারায় ৪ উইকেট। ফলে বড় রানের স্কোর গড়া একটা সময় কঠিন হয়ে পড়ে।
. . . . . . . . .