কঠিন টার্গেট ছুঁড়ে দিল টাইগাররা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫, ৫:০৫ অপরাহ্ণআজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সফররত জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে মাশরাফির দল। ওপেনিং জুটির দৃড়তায় ৯ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের টার্গেট ২৭৭ রান।
১৪৭ রানের মাথায় ভাঙে দুই দেশসেরা ওপেনার তামিম ইকবাল আর ইমরুল কায়েসের জুটি। ওয়ানডে দলে ফিরে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন ইমরুল কায়েস। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়ে জানিয়েছিলেন রানের জন্য ক্ষুধার্ত তিনি। কেনো বলেছিলেন তার প্রমাণ মিলেছে তৃতীয় ওয়ানডেতে এসে। দলীয় ৩০ তম ওভারে সিকান্দার রাজার তৃতীয় বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ইমরুল।
ডাউন দ্য উইকেটে বল তুলে মারতে গিয়ে আউট হওয়ার আগে ৯৫ বলে ৬টি চার আর ৪টি ছক্কায় ৭৩ রান করেন তিনি। এ ম্যাচের মধ্য দিয়ে ক্যারিয়ারের ১২তম অর্ধশতক তুলে নেন গত ম্যাচের সর্বোচ্চ স্কোরার ইমরুল কায়েস।
ইমরুলের পর দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে বিদায় নেন আরেক ওপেনার তামিম ইকবাল। দলীয় ১৭৩ রানের মাথায় ব্যক্তিগত ৭৩ রান করে তিনিও স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন। গ্রায়েম ক্রেমারের বলে আউট হওয়ার আগে তামিম ৯৮ বলে ৭টি চার আর একটি ছক্কায় তার ইনিংসটি সাজান।
এরপর ইনিংসের ৩৮তম ওভারে একই কায়দায় বিদায় নেন মুশফিক। ওয়ালারের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে তিনটি চারে ২৮ রান।
এর অল্পকিছুক্ষন পরই ২২ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন লিটন দাস। তারপর ব্যাটে এসে ৩ বল খেলে ব্যক্তিগত ১ রানের মাথায় আউট হন সাব্বির রহমান একটু পরই ২ বল খেলে ০ রানে তার পথ ধরেন অলরাউন্ডার নাসির হোসেন।
মাহমুদুল্লাহ রান আউট হওয়ার কথা থাকলেও চাকাভা বল আসার আগে বেল ফেলে দেন। ফলে নট আউট থাকেন তিনি। তবে এখানে বেশ নাটকিয়তার সৃষ্টি হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিজে আসতে না পারায় দ্রুত বল হাতে নিয়ে স্টাম্প তুলে ফেলে জিম্বাবুয়ে। তবে মাহমুদুল্লাহ মাঠের বাইরে চলে গিয়েছিলেন এই বিবেচনায় নট আউট দেন টিভি আম্পায়ার।
এরপর দলীয় ২৬৬ রানের মাথায় পানিয়াঙ্গারার বলে ১১ বল খেলে ব্যক্তিগত ১৬ রানে বোল্ড হন অধিনায়ক মাশরাফি।
এরপর ব্যক্তিগত অর্ধশত পূরণ করা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ৪০ বল খেলে ৫২ রানে আউট হন তিনি। এরপর শেষ বলে আউট হন মুস্তাফিজুর রহমান।
এর আগে ৩২তম ওয়ানডে অর্ধশতক হাঁকান তামিম। মিরপুরে ২০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি। তামিমের আগে নির্দিষ্ট কোনো স্টেডিয়ামে দু’হাজারের বেশি রান করা ব্যাটসম্যানের তালিকায় ছিলেন সনাৎ জয়সুরিয়া, ইনজামাম উল হক, সাঈদ আনোয়ার, কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও বাংলাদেশের সাকিব আল হাসান।
. . . . . . . . .