সময়ের ‘সেরা’ নেইমার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫, ৬:২৮ অপরাহ্ণলিওনেল মেসির অনুপস্থিতিতে বাড়তি চাপ নিয়েও প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন বার্সেলোনার তারকা। আর ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে যে জাদু দেখালেন তিনি, তাতে প্রতিপক্ষের কোচও এ মুহূর্তে তাকেই ‘সেরা’ বলে মেনে নিলেন।
লা লিগার একাদশ রাউন্ডে ভিয়ারিয়ালকে ৩-০ ব্যবধানে হারাতে জোড়া গোল করেন নেইমার। গোলশূন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে দেন তিনি। শেষ দিকে করেন এ মৌসুমের অন্যতম সেরা গোল। আর মাঝে ব্যবধান দ্বিগুণ করেন লুইস সুয়ারেস।
এই জয়ে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা।
নেইমারের দ্বিতীয় গোলটি তো ছিল এক কথায় অসাধারণ। ৮৫তম মিনিটে মাঝমাঠে বল পেয়ে সুয়ারেসকে পাস দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। উরুগুয়ের স্ট্রাইকারের ফিরতি পাস পেট দিয়ে থামিয়ে ডান পায়ে ফ্লিক করে ওপরে তুলে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ৩৬০ ডিগ্রি ঘুরে ওই পায়ের ভলিতেই করেন দর্শনীয় গোলটি।
নেইমারের এমন চমৎকার পারফরম্যান্সের পর ভিয়ারিয়াল কোচও ২৩ বছর বয়সী তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ভিয়ারিয়াল কোচ মার্সেলিনো গার্সিয়া বলেন, “এই মুহূর্তে লিগে নেইমারই সবচেয়ে কার্যকর স্ট্রাইকার।”
নেইমারের জাদুকরী গোলটির উচ্ছ্বসিত প্রশংসায় তার সতীর্থ সের্হিও বুসকেতস বলেন, “নেইমারের গোলটি এমন একটি শিল্পকর্ম যা শুধু তার মতো সুপারস্টাররাই করতে পারে।”
বার্সেলোনার কোচ লুইস এনরিকে নেইমারকে আবারও প্রশংসায় ভাসিয়ে বলেন, উল্লেখ করে বলেন, “আমরা অনন্য এক খেলোয়াড়ের বিষয়ে কথা বলছি, বিশেষ এক জন।”
. . . . . . . . .