সাকিবেরও বিদায়, বাংলাদেশ ১২৭/৪

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ নভেম্বর ২০১৫, ৩:২৪ অপরাহ্ণউইকেটে থিতু হতে পারলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান। মাত্র ১৬ রান করেই স্ট্যাম্পড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ২১ বল খেলে সিকান্দার রাজাকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে বলের লাইন মিস করেন সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ২৮ ওভার শেষে স্বাগতিক বাংলাদেশের সংগ্রহ এখন চার উইকেটে ১২৩।
এর আগে দলের প্রাথমিক বিপর্যয়ের পর তৃতীয় উইকেট জুটিতে হাল ধরেছিলেন তামিম ও মুশফিক। ৭০ রানের জুটি গড়েন তারা। তবে দলের ঠিক একশ’ রানের মাথায় ড্রেসিং রুমে ফেরেন তামিম। স্পিনার সিকান্দার রাজার বল কাট করতে গিয়ে কাভারে জঙউইয়ির হাতে বল জমা দেন তামিম।
এরই মধ্যে অর্ধশতক হাঁকিয়েছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ২৩ তম অর্ধশতক তুলে নিয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শনিবার দুপুরে ১টায় শুরু হয়েছে। জিম্বাবুয়ে টসে জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশকে।
ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার লিটন কুমার দাস শূন্য রানে আউট হয়ে যান। ওয়ান ডাউনে নামা মাহমুদউল্লাহ রিয়াদ ব্যক্তিগত ৯ রান করে সাজঘরে ফেরেন।
এই ম্যাচের মাধ্যমে আল-আমিন প্রায় এক বছর পর জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন। সর্বশেষ গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের মাঠিতে খেলেছিলেন।
এছাড়া সৌম্য সরকার ইনজুরিতে থাকায় ওপেনিংয়ে সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস। মূল একাদশ থেকে বাদ পড়েছেন ইমরুল কায়েস, জুবায়ের হোসেন ও কামরুল ইসরাম রাব্বি।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল: এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, চামু চিবাবা, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ আরভিন, লুক জঙ্গো, রিচমন্ড মুতুম্বামি, টরাই মুযারাবানি, জন নিয়ুম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।
. . . . . . . . .