‘সাকিবের দিকে পুরো বাংলাদেশই তাকিয়ে থাকে’

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৫, ৬:১৫ অপরাহ্ণবাংলাদেশ জাতীয় দলে খেলার পর থেকে নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন সাকিব আল হাসান। তবে গত কয়েকটা সিরিজে দলের কয়েকজন ভালো করায় সাবিকের ওপর থেকে চাপ কিছুটা হলেও কমেছে বলে মনে করছেন স্বাগতিক অধিনায়ক মাশরাফি মর্তুজা। তারপরও জিম্বাবুয়ে সিরিজের শুরুতে সাকিবের ওপর পূর্ণ আস্থা রাখছেন লড়াইল এক্সপ্রেস। সাকিবের কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশা করছেন মাশরাফি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডারের প্রশাংসায় পঞ্চমুখ বাংলাদেশ ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি। এ প্রসঙ্গে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘সাকিব বাংলাদেশ দলে খেলার পর থেকে সব সময় একটা নির্ভরতার নাম ছিল। এখনো আছে। শেষ কয়েকটি সিরিজে যেটা হয়েছে ওর উপর থেকে চাপটা অনেক কমেছে। সেটা অন্যরা পারফর্ম করাতেই। এখন সেই চাপ অনেকটা রিলিজ হয়েছে। আর অধিনায়ক হিসেবে না সাকিবের দিকে পুরো বাংলাদেশই তাকিয়ে থাকে যে ও কিছু একটা করবে।’
বিশ্বকাপের পর থেকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মাশরাফি নেতৃত্বে দুর্দান্ত এক দলে পরিণত হয়েছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। তবে জিম্বাবুয়ের বিপক্ষে মূল লড়াইয়ের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে এলটন চিগুম্বুরাদের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ।
বিসিবি একাদশের হয়ে খেলেছেন মাশরাফি। শনিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রস্তুতি ম্যাচে বোলিং কম্বিনেশন তেমন একটা ভালো ছিল না। কিন্তু মূল লড়াইয়ে বোলিংয়ের সেরা অস্ত্রগুলো পাচ্ছেন মাশরাফি।
এ বিষয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ম্যাচে পর্যাপ্ত বোলার ছিল না। যখন জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটসম্যানরা ব্যাট করছিল। তখন আমার প্রয়োজন ছিল একজন ভালো মানের অফস্পিনারের। কিন্তু আমি সেটি করতে পারেনি। তবে জাতীয় দলে নাসির ও মাহমুদুল্লাহর মতো অফস্পিনার থাকায় মনে করছি তেমন কোনো সমস্যা হবে না। এছাড়া পেস বোলিংয়ে মুস্তাফিজ, আল আমিন ও রাব্বি থাকায় আমাদের বোলিং বিভাগও যথেষ্ট শক্তিশালী। তাই বোলিং বিভাগ নিয়ে কোনো সমস্যা দেখছি না।’
. . . . . . . . .