জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ‘পয়েন্ট’ পরীক্ষা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫, ১০:৫৩ অপরাহ্ণজিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামী শনিবার। এরপর সোম ও বুধবার আরো দুটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।
ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে ১ পয়েন্ট পাবে বাংলাদেশ। আইসিসির র্যাঙ্কিংয়ে সাতে থাকা বাংলাদেশের পয়েন্ট এখন ৯৬। জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে পয়েন্ট হবে ৯৭। তবে র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন আসবে না।
আর হোয়াইটওয়াশ বাদে সিরিজে অন্য কোনো ফল হলে পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। ২-১ ব্যবধানে সিরিজ জিতলেও ২ পয়েন্ট হারাবে বাংলাদেশ। তখন পয়েন্ট কমে হবে ৯৪।
অন্যদিকে জিম্বাবুয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশ ৮ পয়েন্ট হারাবে। এবং বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ হারলে পয়েন্ট হবে ৯১।
সিরিজ ১-১ ব্যবধানে ড্র হলেও ৩ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩।
এদিকে জিম্বাবুয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারলেও তাদের পয়েন্ট বেড়ে ৪৬ থেকে ৫২ হবে। ২-১ ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট হবে ৫০ এবং ২-১ ব্যবধানে সিরিজ হারলে পয়েন্ট হবে ৪৮। ১-১-এ ড্র হলেও তাদের পয়েন্ট হবে ৪৮।
. . . . . . . . .