বিসিবির সংগ্রহ ২৭৭

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫, ১:৩৯ অপরাহ্ণবাংলাদেশ ও জিম্বাবুয়ে দল তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মুশফিকুর রহিম, এনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৭ রান সংগ্রহ করে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন বিসিবি একাদশ।
বিসিবি একাদশের হয়ে মুশফিকুর রহিম হার না মানা ৮১ রানের ইনিংস খেলেন। তার ৮৪ বলের ইনিংসটি ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে সাজানো। এছাড়া ইমরুল ৫৬ ও বিজয় করেন ৫২ রান। শাহরিয়ার নাফিস করেন ৩৮ রান।
জিম্বাবুয়ের হয়ে গ্রায়েম ক্রেমার ও লুক জঙ্গওয়ে তিনটি করে উইকেট লাভ করেন। বিসিবি একাদশের মাশরাফি ও সানজামুল ইসলাম রান আউটের শিকার হন।
বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক বিজয়। এই দুজনের মধ্যকার ১০৫ রানের ওপেনিং জুটির ওপর ভর করে বড় সংগ্রহের ভিত পায় বিসিবি একাদশ। তবে ইমরুল ও বিজয় দুজনই হাফ সেঞ্চুরি করার পর ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।
১০৫ থেকে ১১৩- এই ৮ রানের ব্যবধানে দুই ওপেনার ফিরে গেলে চাপে পড়ে যায় মাশরাফির দল। ইমরুল ৫৬ ও বিজয় ৫২ রান করে সাজঘরে ফেরেন। তৃতীয় উইকেটে লিটস দাসকে নিয়ে মুশফিকুর রহিম প্রতিরোধ গড়ে তুললে বেশি দূর আগাতে পারেননি লিটন। দলীয় ১৪৪ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রান করে আউট হয়ে ফিরেন লিটন।
এরপর ৫ রানের ব্যবধানে ফিরে যান সাব্বির রহমানও (৩)। দলীয় ১৪৯ রানের মাথায় চতুর্থ উইকেটের পতনের পর মুশফিকুর রহিম ও শাহরিয়ার নাফিস মিলে ৯০ রানের অসাধারণ এক জুটি গড়ে দলকে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে নিয়ে যান।
এরপর দ্রুত মাশরাফি ও ইরফান শুকুররা আউট হয়ে গেলেও একপ্রান্ত আগলে রেখে বিসিবিকে ২৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা এনে দেন মুশফিকুর রহিম।
দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় বাংলাদেশ ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাশরাফি মূল ম্যাচে নামার আগে এ প্রস্তুতি ম্যাচ দিয়েই নিজেকে ঝালিয়ে নেবেন। এই দলে আরো খেলবেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমও। জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে রান না পাওয়ায় মুশফিক নিজ থেকেই এই ম্যাচ খেলতে চেয়েছেন।
রয়েছেন চলতি সিরিজে জাতীয় দলে ডাক পাওয়া তিন ক্রিকেটার সাব্বির রহমান রুম্মন, লিটন কুমার দাস ও জুবায়ের হোসেন।
. . . . . . . . .