যে ভয়ংকর কারনে স্ত্রীকে ডির্ভোস দিয়েছেন ইমরান !

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫, ১০:০২ পূর্বাহ্ণ দশ মাস যেতে না যেতেই দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৫ সালের জানুয়ারিতে বিবিসির সাবেক প্রেজেন্টার রিহামকে বিয়ে করেন তিনি।
কিন্তু কি এমন হলো যে কোন কারণ ছাড়াই হঠাত করেই রিহামকে তালাক দিলেন?এবার বেরিয়ে এলো তালাক দেওয়ার সেই আসল রহস্য।
ইমরান খানকে নাকি হত্যা করতে চেয়েছিলেন রেহাম । এমন খবরই দিয়েছেন দেশটির টিভি সাংবাদিক আসিফ নিজামী। ইমরান খানকে হত্যা করার উদ্দেশ্যে রেহাম তার খাবারে বিষ মিশিয়েছিল বলে জানালেন তিনি।
তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রেহামের রাজনৈতিক উচ্চভিলাষ ও অতি আধুনিকতার জন্য বাধ্য হয়ে রেহামকে তালাক দিয়েছেন ইমরান খান। রেহামকে বিয়ে করার শুরুতেই পরিবারের অনেকেই ইমরানের ওপর অসন্তুষ্ট ছিলেন।
বিশেষকরে ইমরান খানের বোন এই বিয়ে মেনে নেননি। পরিবারের সদস্যদের এমন অসনম্মতির মধ্যে ঘটে নতুন ঘটনা। অনেক দিন থেকেই রেহাম রাজনীতিতে যোগ দিতে চাইছিলেন।
কিন্তু বিষয়টি পরিবারের সদস্যসহ ইমরান মেনে নিতে পারছিলেন না। আর শেষ পর্যন্ত এই ঘটনায় তিক্ততা সৃষ্টি হওয়ায় মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।
. . . . . . . . .