যৌনতায় সানিকে টক্কর দিলেন লেসি! [ভিডিও]

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫, ৯:৩০ পূর্বাহ্ণসম্প্রতি কুণাল খেমু অভিনীত গুড্ডু কি গান সিনেমার ট্রেইলার দেখেই অনেকেই হাঁ হয়ে গেছেন। মিনিট তিনেকের ট্রেইলার দেখে অনেকের মন্তব্য, বলিউড সত্যিই সাবালক হয়ে গেছে। এতটা সাহসী বিষয় নিয়ে সিনেমা খুব একটা দেখা যায় না।
আর সেই সিনেমার আইটেম গানটিও যে অতি সাহসী হবে তা অনুমান করাই গিয়েছিল। হয়েছেও তাই। এবার মুক্তি পেয়েছে গুড্ডু কি গান সিনেমার আইটেম গান ‘ডিং ডং’। আইটেম ড্যান্সার লেসি বাংহার্ড গানটিতে বেশ সাহসিকতার পরিচয় দিয়েছেন।
পুরো গানজুড়ে বেশ খোলামেলা নাচ। যা দেখে অবাক হতে হয়েছে অনেককেই। বলিউডে পা দিয়েই এতটা সাহস দেখানো লেসি বাংহার্ডের ভবিষ্যত ক্যারিয়ারে সাহায্য করবে, এমনটাই মনে করছেন অনেকে। ভারতীয় বংশোদ্ভূত ইংলিশ পেজ থ্রির এই মডেলের শরীরী বিভঙ্গের নাচ চ্যালেঞ্জ জানাতে পারে সানি লিয়নকেও, মত তাদের।
https://www.youtube.com/watch?v=C8OM1yEq9Cs&feature=youtu.be . . . . . . . . .