এসএসসি পাস করেই বিশেষজ্ঞ ডাক্তার!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫, ৯:৩৬ পূর্বাহ্ণনামের পাশে ডিগ্রির অভাব নেই, অভাব নেই অভিজ্ঞতা সার্টিফিকেটেরও। তবে ভ্রাম্যমাণ আদালতের হাতে পড়ে কোনো ডিগ্রি বা অভিজ্ঞতাই ধোপে টিকলো না এসএসসি পাস করেই অভিজ্ঞ ডাক্তার বনে যাওয়া বাসুদেবের। বরং ম্যাজিস্ট্রেট দেখেই অভিজ্ঞ ডাক্তারের ভোঁ-দৌড়ে হেসে লুটোপুটি খেয়েছেন অনেকেই!
সোমবার বিকেলে চান্দগাঁও এলাকার রেয়াজ উদ্দিন উকিল সড়কে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করতে গিয়ে এমনই হাস্যকর ঘটনার মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ‘চান্দগাঁও এলাকার রেয়াজ উদ্দিন উকিল সড়কে ‘জেএমপি ফার্মেসি’তে চেম্বার খুলে বসা বাসুদেবের নামের পাসে বিভিন্ন ধরনের ডিগ্রি লেখা থাকলেও আদতে তিনি এসএসসি পাস। অভিজ্ঞতা সার্টিফিকেটের কোনো অভাব নেই। এক ফাইল সার্টিফিকেটের কোনোটা একদিনের আবার কোনোটা পাঁচদিনের। কিন্তু এর মাঝে কোনোটাই প্রথাগত ডাক্তারী বিদ্যার সাথে যায় না। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। এসময় ফার্মেসির মালিককে ২০ হাজার টাকা জরিমানাসহ চেম্বারটি সিলগালা করা হয়।’
তিনি বলেন, ‘অভিযানে চান্দগাঁও সিএন্ডবি এলাকায় আরো এক ভুয়া ডাক্তারের সন্ধান পেয়েছি আমরা। সিরাজউদ্দৌলা নামে ওই ব্যক্তি এসএসসি পাস হলেও নিজেকে পরিচয় দেন ‘নারী ও শিশু বিশেষজ্ঞ’ হিসেবে। নামের পাশে ডাক্তার শব্দ ব্যবহারের অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার চেম্বার ‘লতিফা ফার্মেসি’ সিলগালা করে দেয়া হয়েছে। এসময় ওই ভুয়া ডাক্তার আর কখনো নামের পাশে এমন শব্দ ব্যবহার করবেন না বলেও মুচলেকা দেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন
এছাড়া লাইসেন্স না থাকা, সরকারি ও ভারতীয় ওষুধসহ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ওই এলাকার বিনয় ফার্মেসিকে ৫ হাজার ও দীপ্ত ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
. . . . . . . . .