দুর্বৃত্তদের গুলিতে পুলিশের গাড়ি খাদে, আহত ৫ (ভিডিও)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫, ৯:২৮ পূর্বাহ্ণদুর্বৃত্তদের গুলিতে পুলিশের একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কনস্টেবল শংকর চন্দ্রনাথ (২৭), আরিফুল ইসলাম (৩২)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আটককৃতরা হলেন-সুমন (২০) ও শাহীন (২৮)।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মে. মফিজ উদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাদকবাহী প্রাইভেটকারকে ধাওয়া করে। পুলিশের পিকআপ ভ্যানটি ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা পিকআপভ্যানটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
https://www.youtube.com/watch?v=mIe1qMJdbcI . . . . . . . . .