বিয়ের আসরের মজায় কনে এখন কোমায় [ভিডিও]

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫, ৯:২৫ পূর্বাহ্ণঠাট্টা, ইয়ার্কি আর মজা না করলে বিয়ের আসর তো জমেই না। বরের ভাই-বন্ধু আর কনের বোন-বান্ধবীর খুনসুটি-ইয়ার্কিতেই জমে ওঠে বিয়ের আসর।
তবে কখনো কখনো সেই ইয়ার্কি প্রেম পর্যন্তও গড়ায়। কিন্তু সেই মজাই চীনের শ্যানডং প্রদেশের জাওঝ়ুয়াংয়ের এক কনের মর্মান্তিক পরিণতি ডেকে আনলো। বর্তমানে ওই কনে হাসপাতালে কোমাচ্ছন্ন।
জানা গেছে, বিয়ের আসরে কনেকে নিয়ে একটু মজা করতে গিয়েছিলেন বরের বন্ধুরা। মজা করতেই গাউনে সুসজ্জিত কনেকে তারা ছুঁড়ে দেন উপরে। এবার কনেকে লুফে নেয়ার পালা। আর সেখানেই ছন্দপতন। কনেকে লুফে নিতে ব্যর্থ হন বরের বন্ধুরা। ফলে সোজা মাটিতে এসে আঘাত করে কনের মাথা। ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়েন তিনি।
বিয়ের গাউনে সজ্জিত কোমাচ্ছন্ন কনেকে নিয়ে তখন হাসপাতালে ছোটেন আত্মীয়রা। বর্তমানে ওই তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনো বলা যাচ্ছে না জীবনমৃত্যুর সন্ধিক্ষণ থেকে তিনি ফিরে আসবেন কি না। আবার তিনি স্বামীর হাত ধরে চলবেন কি না জীবনের বাকিটা পথ।
https://www.youtube.com/watch?v=fhiLuYKMnf0&feature=youtu.be . . . . . . . . .