নগরীতে লিফলেট বিতরণকালে হিজবুত তাহরিরের এক সদস্য আটক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ৯:৫৪ অপরাহ্ণসিলেট নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে লিফলেট বিতরণ করার পর কিছু সময়েরই মধ্যেই এক হিজবুত তাহরির সদস্যকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম জানা যায়নি।
এর আগে মঙ্গলবার মাগরিবের নামাজের পর তারা উপস্থিত মুসল্লিদের মধ্যে লিফলেট বিতরণ করে হিজবুত তাহরিরের সদস্যরা। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মুসল্লি সেজে হিযবুত তাহরিরের জঙ্গিরা বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করতে প্রবেশ করে।
নামাজ শেষে ৭-৮ জন হিযবুত জঙ্গি মুসল্লিদের মধ্যে জেহাদি কথাবার্তা সম্বলিত লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণের খবর পেয়ে র্যাব-৯ এর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। তারা এসময় হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করে। র্যাব-৯ এর সহকারি পরিচালক মাইনুদ্দিন চৌধুরী হিজবুত সদস্য আটকের কথা স্বীকার করেছেন।
. . . . . . . . .