মির্জা ফখরুলের নিঃশর্ত মুক্তির দাবি সিলেট মহানগর বিএনপির

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ৯:৫০ অপরাহ্ণবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীকে জামিন বাতিল করে কারাগারে পাঠানোয় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট মহানগর বিএনপি।
সিলেট মহানগর শাখার আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব মোঃ বদরুজ্জামান সেলিম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় বলেন, “মীর্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত একজন স্বজ্জন ব্যক্তিত্ব, যিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথা নিয়মে যথারীতি আদালতে হাজিরা দিয়ে থাকেন। শরীরিকভাবে অসুস্থ একজন সাবেক মন্ত্রী যিনি পলায়নের কোন সুযোগ নেই, এমতাবস্থায় নিম্ন আদালত বিশেষ বিবেচনায় জামিন মঞ্জুর করতে পারতো। কিন্তু সরকারের সাজানো মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় প্রতিহিংসাপরায়ন হয়ে বর্ষিয়ান এ শীর্ষ নেতাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ।”
নেতৃদ্বয় বলেন উপরোক্ত ঘটনার ব্যাপারে নিন্দা জানানোর ভাষা নেই, তাই অনতিবিলম্বে মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি দাবী জানান তারা।
. . . . . . . . .