নগরীর নবাবরোড থেকে ‘টাইগার মামুন’ আটক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ৯:৪০ অপরাহ্ণনগরীর নবাব রোড থেকে তালিকাভুক্ত এক ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ি পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
আটককৃত ছিনতাইকারির নাম মামুন আহমদ। সে শহরতলির ঘাসিটুলার মোকামবাজার এলাকার হাজারী মিয়ার ছেলে। এলাকায় তাকে ‘টাইগার মামুন’ নামেও ডাকা হয়।
লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকৃকত মামুনের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত একজন ছিনতাইকারি।
. . . . . . . . .