কলেজ ছাত্রী ধর্ষণ: কাউন্সিলরসহ গ্রেপ্তার ৩

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ৫:৪২ অপরাহ্ণব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পৌরসভার কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে কসবা উপজেলার চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কসবা থানার ওসি মো. মহিউদ্দিন।
গ্রেপ্তারকৃতরা হলেন কসবা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কামাল উদ্দিন (৩৭) ছাড়া মো.মিজান মিয়া (৩৬) এবং জাহাঙ্গীর হোসেন (৪০)।
গত ২৬ অক্টোবর রাত ১১টার দিকে কসবা মহিলা ডিগ্রী কলেজের এক ছাত্রীকে উপজেলার শীতলপাড়া এলাকায় তার ভাড়াবাসায় কাউন্সিলর কামালসহ তার কয়েকজন সহযোগীরা ধর্ষণ করে বলে অভিযোগ করে সোমবার ধর্ষিতা ছয়জনকে আসামি করে কসবা থানায় মামলা করেন।
মামলায় অভিযুক্ত বাকি তিন আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
. . . . . . . . .