বাল্যবিয়ের আসর থেকে আটক বর-কনের জরিমানা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ৫:৪৩ অপরাহ্ণবগুড়ার সারিয়াকান্দি উপজেলায় একটি বাল্যবিয়ের আসর থেকে আটক বর ও কনেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত বর ও কনের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রত্যয় হাসান তাদের এ জরিমানার আদেশ দেন।
এরআগে সোমবার রাত ৮টায় সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া পাড়া গ্রামে বাল্যবিয়ের আসর থেকে তাদের আটক করা হয়।
আটক বর সজল মাহমুদ ওরফে সিজান (২০) উপজেলার হাটশের ইউনিয়নের খোদ্দবলাইল গ্রামের মোখছেদ আলী প্রামাণিকের ছেলে এবং কনে সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ই পাড়া গ্রামের তোফাজ্জল হোসের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
. . . . . . . . .