হবিগঞ্জে একটি বাসা থেকে ছাত্রশিবির সভাপতিসহ ১০ জন গ্রেফতার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ১০:৫৪ পূর্বাহ্ণহবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রশিবিরের সভাপতিসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ভোররাতে শহরের রাজনগর এলাকার গোলাম সারোয়ারের একটি বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার ওসি মোক্তাদির হোসেন ও এসআই সুদ্বীপ রায়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান ইসলামী বই, লিফলেট, কম্পিউটার, মোবাইল ফোন ও কয়েকটি ব্যানার উদ্ধার করা হয়। আটককৃতরা হল, হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সাবেক সভাপতি আজিজুল হক বাবুল, বৃন্দাবন কলেজ ক্যাম্পাস সভাপতি আমির হামজা, ছাত্রশিবির নেতা মোঃ ইয়াহিয়া, মাছুম বিল্লাহ, নাজমুল হাসান, রাসেদুল ইসলাম, সোহাগ খান, হাফিজুর রহমান, মনিরাজ হাসান অপু, আব্দুল জলিল। হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদির হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আনা হয়েছে।
. . . . . . . . .