বাইরের আঘাতে বিধ্বস্ত হয়েছে রুশ বিমানটি!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ১০:৪৪ পূর্বাহ্ণমিশরের সিনাই অঞ্চলে বিধ্বস্ত রুশ বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। বাইরে থেকে আসা কোনো কিছুর আঘাতেই শনিবার এটি বিধ্বস্ত হয়েছিল। সোমবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন স্বয়ং রুশ কোম্পানি মেট্রোজেটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
সোমবার মেট্রোজেটের উপ পরিচালক আলেক্সজান্দার স্মিরনভ বিমানে কোনো যান্ত্রিক তগোলযোগের সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন,‘বাইরের কোনো বস্তুর সাথে সংঘর্ষ ছাড়া মাঝ আকাশে এই দুর্ঘটনা সম্ভব নয়।’
তার এই বক্তব্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের বিমানটি ভূপতিত করার দাবিকেই জোরালো করছে। যদিও এর আগে ওই এয়ারলাইন্সের অন্য এক কর্মকর্তা বিমানটিতে ২০০১ সালে উড্ডয়নকালে বিমানটির লেজে ত্রুটি দেখা দিয়েছিল বলে স্বীকার করেছেন। তবে আলেকজান্দার বলছেন, ওই যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছিল এবং এ রকম একটি ছোট ত্রুটির কারণে এতবড় দুর্ঘটনা হওয়া সম্ভব নয়।
এদিকে বিধ্বস্ত বিমানের কো পাইলটের বিধবা স্ত্রীও স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে বলেছেন, তার স্বামী ওই বিমানের কারিগরি অবস্থা নিয়ে তার কাছে অভিযোগ করেছিলেন।
শনিবার শারম-আল শেখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবাগগামী বিমানটি বিধ্বস্ত হবার পর থেকে চারটি সম্ভাবনার কথা বলা হচ্ছিল। কারিগরি ক্রুটি, পাইলটের ত্রুটি ক্ষেপণাস্ত্রের আঘাত, বা প্লেনের ভেতরে কোন বোমা বিস্ফোরণ এগুলোর যেকোনো একটি।
তবে রুশ কর্মকর্তারা বলছিলেন, ৩১ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা বিমানটিতে কোন ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাত লাগার কথা নয়।
তবে দু’দিনের মাথায় এখন বলা হচ্ছে যে এটা হয়তো নিছক দুর্ঘটনা নয়।
. . . . . . . . .