সারিকার প্রেম ভালোবাসা ও বিয়ে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ১০:৩০ পূর্বাহ্ণসারিকার পূর্ব পুরুষদের বাড়ি কলকাতায়, বাবা ঘর বেঁধেছিলেন সাতক্ষীরায় আর এখন পুরো পরিবারই মিডিয়া শহর ‘ঢাকা’ ও বাসিন্দা। হুট করেই অমিতাভ রেজার পরিচালনায় একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে ২০০৮ এর দিকে মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছিলেন মডেল ও অভিনেত্রী সারিকা। পত্রিকার বিনোদন পাতায়, টেলিভিশন, পর্দায়, বিলবোর্ডে এবং সাধারণ মানুষের মনে অল্প সময়েই জায়গা করে নিয়েছিলেন তিনি। ব্যস্ততা বেড়ে যায় টেলিভিশন নাটকে। জনপ্রিয়তা তুঙ্গে উঠতে থাকে। প্রস্তাব আসে চলচ্চিত্রেরও। সারিকা যেন সত্যিই তারা হয়ে আকাশে ভাসতে থাকলেন। কিন্তু তিনি হয়তো জানেন না আকাশের তারাও মাঝে মাঝে খসে পড়ে। সে দৃশ্য খুব বেশি মানুষের দেখা হয় না। তারকাদের পতনও নিরবেই ঘটে। সারিকা নামের এ তারকার পতনও অনেকটা নীরবেই ঘটেছে। অভিনয় জগত ছেড়ে এখন তিনি স্বামী-সংসার নিয়ে দিব্যি সুখে রয়েছেন।
প্রেম-ভালোবাসা ও বিয়ে
৮ বছর আগে বান্ধবী সুমাইয়ার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে হোটেল ওয়েস্টিনে মাহিমের সঙ্গে সারিকার পরিচয়। সেদিনই সারিকাকে ভীষণ ভালো লেগে যায় মাহিমের। কিছু দিনের মধ্যেই সারিকার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় মাহিমের। ২০১৩ সালে এসে মাহিম অনুভব করেন সারিকা কেবল একজন বন্ধু নন, এর চাইতে বেশি কিছু। অপেক্ষা না করে তিনিই প্রথম সারিকাকে ভালোবাসার কথাটি জানিয়ে দেন। পুরনো বন্ধুর মুখে ভালোবাসার কথা শুনে অবাকই হয়েছিলেন সারিকা। তিনিও মনে মনে মাহিমকে ভালোবেসে ফেলেছিলেন বলে মাহিমের প্রস্তাব ফিরিয়ে দেননি। এরপর এক বছর প্রেম করে বিয়ের কাজটা সেরেই ফেললেন ৭ বছরের পুরোনো বন্ধুর সাথে। মাহিম করিম পেশায় ব্যবসায়ী। ২০১৪ সালের ১২ আগস্ট রাতে ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সর্বশেষ খবর অনুযায়ী সারিকা-মাহিমের ঘর আলোকিত করে খুব শীঘ্রই জন্ম নিবে নতুন একজন অতিথি। ২০১৪ সালের ৪ মে কন্যা সন্তানের মাও হন তিনি। এরপর শুরু হয় সংসার জীবনের নতুন অধ্যায়।
উল্লেখ্য এর আগে মডেল ও অভিনেতা নীরব এর সাথে প্রেমের সম্পর্ক ছিল সারিকা। ২০১৩ সালের ফেব্রুয়ারিতে মিডিয়াতে তারা একে অপরের সমালোচনা করেন। তারা দুজনই বিয়ে করার পাকাপাকি সিদ্ধান্ত নিয়েছিলেন।
. . . . . . . . .