গভীর রাতে ট্রাক-ট্রেন সংঘর্ষ, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ১০:২০ পূর্বাহ্ণঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রাকের সংঘর্ষে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকাসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের সঙ্গে নাটোরের রেল যোগোযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার দিনগত রাত একটার দিকে নাটোরের তেবাড়িয়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের তিস যাত্রী আহত হয়েছেন।
নাটোর ফায়ারসার্ভিস ও রেলস্টেশন সূত্রে জানা যায়, রাত ১টার দিকে রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেন নাটোর স্টেশন থেকে ছাড়ে। এটি তেবাড়িয়া রেল ক্রসিং অতিক্রম করার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী পাথরবোঝাই একটি ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি চূর্ণবিচূর্ণ হয়ে দূরে ছিটকে পড়ে এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত তিন যাত্রীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার পর নাটোরের সঙ্গে ঢাকাসহ উত্তর ও দক্ষিনাঞ্চলের মধ্যে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
নাটোর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা আবু সামা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর রেলস্টেশনের সহকারী মাস্টার অশোক চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করতে সান্তাহার রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন তলব করা হয়েছে।
. . . . . . . . .