সিলেটে শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের ডাকা হরতাল

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ১০:১৭ পূর্বাহ্ণসারা দেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল। লেখক-প্রকাশক হত্যা ও হামলার প্রতিবাদে গণজাগরণ মঞ্চের দেশব্যাপী ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয় মঙ্গলবার সকাল ৬টায়। সকাল সাড়ে ৬টায় এ প্রতিবেদন খেলা পর্যন্ত নগরীর কোথায়ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, সকাল ১০টার দিকে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করবে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
প্রসঙ্গত, জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত রবিবার বিকালে এ অর্ধদিবস হরতাল কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চের মূখপাত্র ইমরান এইচ সরকার।
. . . . . . . . .