বিছনাকান্দি পাথর কোয়ারিতে সরকারী রয়্যালিটি নিয়ে উত্তেজনা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১০:২৭ অপরাহ্ণদেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারি বিছনাকান্দি ও জাফলংয়ে সরকারী রয়্যালিটি নিয়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন ও সরকারী কর্মকর্তা-কর্মচারীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। পাথরের উৎস স্থলে রয়্যালিটি আদায়, রাস্তা থেকে টোল আদায় বন্ধের দাবিতে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘটও পালন করেছে।
সোমবার সকাল ৬টা থেকে বিছনাকান্দি পাথর কোয়ারির রয়্যালিটি আদায়ের স্থান স্থানীয় পিরেরবাজারে পাথরবাহী ট্রাক জমা হতে থাকে এবং সরকার নির্ধারিত ৪ টাকা ৮০ পয়সার পরিবর্তে ১ টাকা ৯৬ পয়সা হারে সরকারী রয্যালিটি প্রদানে শ্রমিকরা ঐক্যবদ্ধ হন। সরকার নির্ধারিত মূল্য শ্রমিকরা প্রদান না করায় রয্যালিটি আদায়কারী সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এ নিয়ে সন্ধা পর্যন্তট্রাক শ্রমিকরা স্থানীয় পিরেরবাজারে বিক্ষোভ করেন।
এ ব্যাপারে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, আমরা সরকারী রাজস্ব রয়্যালিটি প্রদান করতে ইচ্ছুক। কিন্তু তা আদায় করতে হবে পাথরের উৎস স্থলে। জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারীর রয়্যালিটি কোন রাস্তায় প্রদান করবো না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাহ উদ্দিন বলেন, গোয়াইনঘাটে অবস্থিত জাফলং ও বিছনাকান্দি পাথর কোয়ারীর রয়্যালিটি সরকারের নির্ধারিত ৪ টাকা ৮০ পয়সা হারে আদায় করা হয়ে থাকে। কিন্তু শ্রমিকরা ১ টাকা ৯৬ পয়সা হারে দিতে ঐক্যবদ্ধ হয়ে সকাল থেকে ঝামেলা করার চেষ্টা করেন। এ বিষয়ে শ্রমিক নেতাদের সাথে উপজেলা সহকারী ভ‚মী কর্মকর্তাকে সাথে নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসতে পারিনি।
. . . . . . . . .