মুমূর্ষু দিতি, যাচ্ছেন চেন্নাই

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১০:২১ অপরাহ্ণউন্নত চিকিৎসার জন্য ফের চেন্নাইয়ে নেয়া হচ্ছে অভিনেত্রী দিতিকে। আগামীকাল মঙ্গলবার দুপুরের ফ্লাইটে রওনা দেবেন তিনি। তার সঙ্গে থাকবেন তার কন্যা লামিয়া চৌধুরী। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে নিউরো কনসালন্টেন্ট ডা. এ এম রেজাউল সাত্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরও তার শরীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। তাই ভারতে যাওয়ার জন্য আজ তাকে ছাড়পত্র দেয়া হবে।
জানা গেছে, কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন দিতি। তার মস্তিষ্কে পানি জমেছে। অবস্থা গুরুতর হওয়ায় গত শুক্রবারে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের মাঝামাঝি সময়ে ব্রেইন টিউমারে আক্রান্ত হন তিনি। গত ২৯ জুলাই চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) তার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসা শেষে গত ২০ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেন তিনি।
. . . . . . . . .