খুলনার সিটি মেয়র মনিরুজ্জামান বরখাস্ত

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ৯:৫৯ অপরাহ্ণখুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুর রউফ মিয়া স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তায় তাকে বরখাস্তের খবরটি জানানো হয়। তার বিরুদ্ধে খুলনা থানার দুটি মামলার অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে ফ্যাক্স বার্তায় উল্লেখ করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা গোকুল কৃঞ্চ ঘোষ এ ফ্যাক্স বার্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
. . . . . . . . .