কানাডার নতুন হাই কমিশনার মিজানুর

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ৫:৫১ অপরাহ্ণকানাডার হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পেশাদার কূটনীতিক মিজানুর রহমান বর্তমান হাই কমিশনার কামরুল আহসানের স্থলাভিষিক্ত হবেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের এই বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনস্যুলার বিষয়ক সচিবের দায়িত্বে রয়েছেন।
এর আগে তিনি মিশর ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ছিলেন। এছাড়াও কলম্বো, মস্কো ও ম্যানচেস্টারের বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্ব পাল করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন। . . . . . . . . .