পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১১:০৮ পূর্বাহ্ণজেলা সদরের সদর ইউনিয়নের গুগড়াছড়ি এলাকায় পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ ৭ জনকে আটক করে পুলিশ।
রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- সুলিন বিকাশ চাকমা, নব বিকাশ চাকমা, অমর কান্তি চাকমা, রিগেন চাকমা, তরুণ বিকাশ ত্রিপুরা, মিন্টু চাকমা, তরংগ ত্রিপুরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ অক্টোবর কৃষি গবেষণা এলাকার বাসিন্দা অশমি ত্রিপুরাকে পালিয়ে বিয়ে করেন গুগড়াছড়ি এলাকার বাসিন্দা জনৈক জ্যোতিময় ত্রিপুরা। বিয়ের দুইদিন পর অশমি ত্রিপুরা বই আনার জন্য বাপের বাড়ি গেলে তাকে সেখানে আটকে রাখা হয়। পরে স্বামী স্ত্রীকে আনতে গেলে শ্বশুরবাড়ির লোকজনের চাপের মুখে তিনি একাই চলে আসেন। কিন্তু স্ত্রী অশমী ত্রিপুরা পালিয়ে স্বামীর বাড়ি চলে আসে। এরপর বাপের বাড়ির লোকজন তাকে খুঁজতে স্বামীর বাড়ির গ্রামে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশের সদর সার্কেল এএসপি রইস উদ্দিন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পালিয়ে যাওয়ার সময় সেখান থেকে ৭ জনকে অস্ত্রসহ আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ভুঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
. . . . . . . . .