গাজীপুর-ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১১:০০ পূর্বাহ্ণর্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ গাজীপুর ও ঝিনাইদহে দুই জন নিহত হয়েছেন।
গাজীপুর ও ঝিনাইদহ জেলা প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে সংবাদে জানা যায়।
জেলার কুমারখাদা এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। নিহত রফিকুলের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাবের ক্যাম্প কমান্ডার জিয়াউর রহমান ও হাসপাতাল সূত্র জানায়, কুমারখাদার গজারি বন এলাকায় একদল সন্ত্রাসী গোপনে বৈঠক করছে এমন সংবাদে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এভাবে ‘বন্দুকযুদ্ধে’র একপর্যায়ে অন্যরা পলিয়ে গেলেও রফিকুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
পরে আহত রফিকুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ‘বন্দুকযুদ্ধে’ তাদের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করেন র্যাবের ক্যাম্প কমান্ডার।
লাশ ময়নাতদন্তের জন্য তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানায় র্যাব।
এদিকে, জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজারের কড়াইতলা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কথিত সন্ত্রাসী নিহত হয়েছেন।
সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি, তবে তার বয়স আনুমানিক ৩০ বছর।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর সুরুজ মিয়া বাংলামেইলকে জানান, রাতে র্যাবের একটি টহলদল ঝিনাইদহ-যশোর সড়কের জেলার কালীগঞ্জের কড়ইতলা এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলে থাকা তিন সন্ত্রাসী র্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। কিছুক্ষণ পর দুইজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও অপর সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তি বিভিন্ন সন্ত্রসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও ধারণা করছে র্যাব।
. . . . . . . . .