মদের বারে অভিনেত্রীকে নিয়ে টানাহেছড়া (ভিডিও)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১০:৫৫ পূর্বাহ্ণবেশ কিছুদিন ধরে আসবে আসবে শুনা যাচ্ছিলো। মিথিলার ফেসবুকে আপলোড দেয়া ছবি আর অনলাইন নিউজ এর গুনে ইতিমধ্যেই সবাই জেনে গেছে নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছে জেকলিন মিথিলা।
অবশেষে ঈদ এর আগের দিন রাতে জেকলিন মিথিলার ফেসবুক আপলোডের মাধ্যমে জানা গেলো অবশেষে ইউটিউবে পাওয়া যাচ্ছে জেকলিন মিথিলার নতুন মিউজিক ভিডিও। মিথিলা এটিকে দেখছেন তাঁর ভক্তদের জন্য ঈদ এর উপহার হিসেবে।
উল্লেখ্য ফেসবুকে কিছু সাহসী ছবি প্রকাশ এর মাধ্যমে বর্তমানে বেশ আলোচিত এই মডেল। হুমাইরা সিদ্দিকা লামিয়ার ডিরেকশনে মিউজিক ভিডিও’র গানটিতে কণ্ঠ দিয়েছেন মশিউর বাপ্পি।
গায়কের সুর ও মিউজিকে গানটিতে জ্যাকলিন মিথিলার সঙ্গে মডেল হয়েছেন মামুন। গানটি তে জ্যাকলিন মিথিলাকে একজন বার কন্যা হিসেবে দেখা যায়। এমনকি ভিডিওটির একটি দৃশ্যে তাকে নাচতেও দেখা যায় বারে।
https://www.youtube.com/watch?v=4QK77q_r8Hg&feature=youtu.be . . . . . . . . .