নবীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় এক সিএনজি চালককে উদ্ধার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১০:৫৪ পূর্বাহ্ণঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বস্তাবন্দী সিএনজি চালককে উদ্ধার করেছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানাযায়, রবিবার রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মশাহিদ মিয়া (৩৮) কে ঢাকা-সিলেট মহাসড়কের সুন্দর নগরস্থ জেআইসি স্যুাট লিঃ এর পার্শ্বে নির্জন স্থানে বস্তাবন্দী করে আদা মরা অবস্থায় ফেলে যায়। আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন। তবে, মশাহিদের ডান পা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
. . . . . . . . .