মৌলভীবাজারের রাজনগরে ট্রাক উল্টে নিহত ২

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১০:৫১ পূর্বাহ্ণমৌলভীবাজারের রাজনগর উপজেলার চা-বাগান এলাকায় একটি ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমিনাবাদ চা-বাগান এলাকার ১ নম্বর লেনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন চালক মঞ্জু (৩০) ও হেলপার বিধু (৩৬)।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুজনের লাশ স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
. . . . . . . . .