ববির ‘গোপন’ ভিডিও নিয়ে তোলপাড় (ভিডিও)

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৫, ১০:৩৬ পূর্বাহ্ণফাঁস হয়ে গেছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ববির অশ্লীল ভিডিও। প্রথমে ইউটিউবে এ ভিডিও পাওয়া
গেলেও কয়েক ঘন্টার মধ্যে তা ডিলেট করে দেওয়া হয়েছে। এ নিয়ে তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে।গুঞ্জন চলছে, ইউটিউবে প্রকাশিত ভিডিওটি ববিরই। যদিও এ নিয়ে দ্বৈতমত আছে। কারণ এ বিষয়ে নির্ভরযোগ্য কোন তথ্য পাওয়া যায়নি।
বেশ কিছুদিন ধরেই ঢালিউডের বাতাসে উড়ে বেড়াচ্ছিল ববির নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছিল পরিচালক ইখতেখার চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। ববির সঙ্গে চলছে সেই পরিচালকের গোপন ডেটিংও। এখন প্রকাশ্যেই তাদের বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে।বিশেষ এ সম্পর্কের কারণেই ‘দেহরক্ষী’ ছবিতে ববিকে ব্রেক দেয় ইফতেখার।
ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও কাজী মারুফ। ছবিটি ব্যাপক সফলতা পায়। এরপর ইফতেখার ববিকে ফিরিয়ে আনেন শাকিব খানের সঙ্গে জুটি করে। ছবির নাম রাজত্ব।
https://www.youtube.com/watch?v=PWIXSK5-Veo&feature=youtu.be . . . . . . . . .