সিলেটে ট্রাক ধর্মঘট প্রত্যাহার

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:৫৪ অপরাহ্ণসিলেটে অনির্দিষ্টকালের ডাকা ট্রাক ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রশাসনের সাথে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া।
দিলু মিয়া জানান- প্রশাসনের সাথে বৈঠককালে ১৫ দিনের মধ্যে বর্ধিত টোল আদায় ও জাফলং থেকে পাথর পরিবহনে অতিরিক্ত রয়্যালিটি আদায় প্রত্যাহারের আশ্বাস দেয়া হয়। এছাড়া সিলেটের বিপর্যস্ত রাস্তাঘাট সংস্কারে দ্রুত উদ্যোগ নেয়ারও আশ্বাস দেন বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা।
প্রশাসনের এমন আশ্বাসের প্রেক্ষিতে সিলেট ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে জানিয়ে দিলু মিয়া বলেন- নির্ধারিত সময়ের মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করা না হলে ফের ধর্মঘটের ডাক দেয়া হবে।
পাথর পরিবহনে অতিরিক্ত রয়্যালিটি ও বিভিন্ন সেতুতে বর্ধিত টোল আদায়ের প্রতিবাদে এবং সড়ক সংস্কারের দাবিতে রবিবার সকাল ৬টা থেকে সিলেটে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট শুরু হয়। জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছিল।
. . . . . . . . .