বড়লেখায় ইউপি মেম্বারের প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১ : আহত ৪

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ১০:৪৯ অপরাহ্ণবড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় প্রাইভেট কার চাপায় ফৈয়াজ আলী (৫৫) নামে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন জুনেদ আহমদ, দুলাল মিয়া, মুহিব আলী, আব্দুল হাশিম নামে ৪ ব্যক্তি। আহতদের দুই জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় উপজেলার বর্নি ইউনিয়নের ছালিয়া (কাজিরবন্দ) বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রাইভেট কার আটক করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বর্নি ইউনিয়নের ইউপি মেম্বার শাহেদুল ইসলাম শনিবার রাতে কাজিরবন্দ-ফকিরবাজার সড়কে প্রাইভেট কার ড্রাইভিং শিখছিলেন। এক পর্যায়ে প্রাইভেট কারটি দ্রুত বেগে ছালিয়া বাজারের লকুজ মিয়ার ভেরাইটিজ ষ্টোরে ধাক্কা দিলে দোকানের সামনে থাকা ফৈয়াজ আলী (৫৫), দোকান মালিকের ছেলে জুনেদ আহমদ (১৫), দুলাল মিয়া (১১), পথচারী মুহিব আলী ও আব্দুল হাশিম গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার পথে ফৈয়াজ আলী মারা যান। জুনেদ ও দুলালের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত বারোটায় বড়লেখা পুলিশ প্রাইভেট কার আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
. . . . . . . . .